নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতকে ১৮৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতকে বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে স্বাগতিক ও বর্তমান শিরোপাধারী অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেতে হলে ভারতীয় নারীদের করতে হবে ১৮৫ রান।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত কুড়ি ওভারে ৪ উইকেটে ১৮৪ রান করে অস্ট্রেলিয়া। উড়ন্ত সূচনা এনে দেন অ্যালিসা হেলি ও বেথ মুনি।

দলীয় ১১৫ রানে রাধা যাদবের বলে উইকেট ছাড়ার আগে ৩৯ বলে সাত চার ও পাঁচ ছক্কায় ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেন ওপেনার হিলি। এই ইনিংস খেলার পথে ৩০ বলে ফিফটি পূর্ণ করেন তিনি, যা পুরুষ ও নারীদের ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম অর্ধশতক।

৫৪ বলে দশ চারে ৭৮ রানে অপরাজিত থাকেন অপর ওপেনার বেথ মুনি।ভারতের বোলারদের মধ্যে দিপ্তি শর্মা ৩৮ রানে দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন পুনম যাদব ও রাধা যাদব।

ম্যাচটিতে জয় পেলে প্রথমবারের মতো শিরোপা জয়ের আনন্দে মাতবে ভারত। আর অস্ট্রেলিয়ার হাতে ধরা দেবে পঞ্চম শিরোপা।