না ফেরার দেশে চলে গেলেন আলোর ফেরিওয়ালা

ই-বার্তা ডেস্ক।।  আলোর ফেরিওয়ালা পলান সরকার আর নেই।  আজ শুক্রবার দুপুর ১২টায় নিজ বাড়িতে তিনি মারা যান।  ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৮ বছর।  দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।

১৯২১ সালে জন্ম নেয়া পলান সরকারের আসল নাম হারেজ উদ্দিন।  ছেলেবেলায় তিনি বাবা মাকে হারান অর্থাভাবে ষষ্ঠশ্রেণির বেশি পড়তে পারেননি তিনি। তবে নিজের এই অভাব তিনি পূরণ করেছেন তার মত করে।

 নিজের টাকায় বই কিনে সেই বই  এলাকার মানুষের মাঝে বিলি করতেন এই আলোর ফেরিওয়ালা। ৯৮ বছর এই দীর্ঘ পথচলায় কখন ও থেমে যান নি বাংলার ধুলো মাখা পথের এই সোনার মানুষটি। মৃত্যুর আগ পর্যন্ত পায়ে হেঁটে মানুষের  বাড়ির দুয়ারে দুয়ারে গিয়ে পৌছে দিয়েছেন বই।

মানব কল্যানের নিমিত্তে তার এই অক্লান্ত পরিশ্রম সারা ফেলে দেয় রাজশাহী অঞ্চলের বেশ কিছু গ্রামে।এলাকার মানুষের মধ্যে  বই পড়ার এক আন্দোলন গড়ে ওঠে।

পদ্মা পাড়ের পলান সরকারের এই মহানুভবতার খবর একসময় রাজশাহী শহর ছাপিয়ে ছড়িয়ে পরে দেশের প্রত্যন্ত অঞ্চলের আনাচে কানাচে।  তাকে নিয়ে দেশের বিভিন্ন পত্র-পত্রিকা ও টেলিভিশন সংবাদ প্রচার করে।  বানানো হয় ডকুমেন্টরি। এক পর্যায়ে  খবরটি  সাড়া ফেলে দেয় দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতে।  দেয়া হয় নানান সম্বর্ধনা।

এই অসামান্য কীর্তির জন্য ২০১১ সালে একুশে পদক পান পলান সরকার।

 

ই-বার্তা/ আরমান হোসেন পার্থ