নিউইয়র্ক সিনেটে বাংলাদেশি অভিবাসী ডে বিল পাশ

ই-বার্তা ডেস্ক।।  প্রতি বছর ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্য সরকার বাংলাদেশি অভিবাসী দিবস পালন করবে।  মঙ্গলবার নিউইয়র্কের সিনেটররা বাংলাদেশি কমিউনিটি নেতাদের বিষয়টি জানান

বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নিউইয়র্কের প্রবাসী  বাংলাদেশিরা তাদের কৃষ্টি-সংস্কৃতি তুলে ধরছেন প্রবাসে। তেমনি অভিবাসীদের নানা অধিকার আদায়েও তারা সচেষ্ট।

নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ সাহা বেশ কয়েক বছর ধরেই ২৫ সেপ্টেম্বর দিনটিকে বাংলাদেশি অভিবাসী দিবস হিসেবে ঘোষণার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন।  অবশেষে সর্বসম্মতিতে বিলটি পাস হয়।

নিউইয়র্ক স্টেট সিনেট রেজুলেশনে উল্লেখ করা হয়েছে যে, ১৯৭৪ সালে ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে প্রথমবারের মতো বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন।  এ জন্য দিনটি বাংলাদেশি অভিবাসীদের কাছে গুরুত্বপূর্ণ।  মঙ্গলবার বিলটি গভর্নর অ্যান্ড্রু কুমোর কাছে পাঠানো হয়েছে।  গভর্নর বিলটিতে স্বাক্ষর করলে তা স্টেট ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করা হবে।

নিউইয়র্ক স্টেট সিনেটের বাংলাদেশি অভিবাসী দিবসের ঘোষণায় উচ্ছ্বসিত প্রবাসীরা।

ই-বার্তা / আরমান হোসেন পার্থ