নিউজিল্যান্ডের কাছে ইনিংস ব্যব্যধানে হেরেছে ইংল্যান্ড

ই-বার্তা ডেস্ক।।  আগের দিনের উঁকি দেওয়া শঙ্কার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড।  বে ওভালে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ইনিংস ও ৬৫ রানের ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। 

পঞ্চম দিন চা বিরতির পরপর গুটিয়ে যায় ইংল্যান্ড। দলটির লোয়ার অর্ডার তছনছ করেন নেইল ওয়েগনার। টি-ব্রেকের আগে ১৭ বলে মাত্র ১ রান দিয়ে তিন উইকেট নেন। ইংল্যান্ড ১৩২-৫ থেকে ১৩৮-৮ হয়ে যায়। এরপর নবম উইকেটে জোফরা আর্চার এবং স্যাম কুরান ৫৯ রানের জুটি গড়েন। সেটিও ভেঙে দেন তিনি।
বাঁহাতি পেসার শেষ আঘাত হানেন স্টুয়ার্ট ব্রডের ওপর। প্রথম বলে তাকে ফিরিয়ে ইংল্যান্ডকে ১৯৭ রানে গুটিয়ে দেন। ১৯.২ ওভারে ৪৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি।

সোমবার ইংল্যান্ড ৩ উইকেটে ৫৫ রান নিয়ে দিন শুরু করে। সারা দিন ব্যাট করতে চেয়ে শেষ পর্যন্ত ইনিংস ব্যবধানেই হেরে গেছে ইংল্যান্ড।

মাউন্ট মঙ্গানুইয়ে ৩৫৩ রান করেও প্রথম ইনিংসে ২৬২ রানে পিছিয়ে পড়ে ইংল্যান্ড। শেষ দিনে ইনিংস পরাজয় এড়াতে ২০৭ রান করতে হতো তাদের।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু