‘নিজেকে রক্ষার অধিকার সৌদি আরবের রয়েছে’

ই- বার্তা ডেস্ক।।   সৌদি আরবের নিজেকে রক্ষার অধিকারে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে বলে দাবি করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

তিনি বলেন, ইরানের আচরণ সহ্য করা হবে না।

আজ বৃহস্পতিবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বেঠকের পর নিজের অফিসিয়াল টুইটার একাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে এমন কথা বলেন মর্কিন শীর্ষ কূটনীতিক।-খবর আল-জাজিরা ও রয়টার্সের

শনিবার সৌদি আরবের দুটি তেল স্থাপনায় হামলার নিন্দা জানিয়ে এ ঘটনায় আরও তদন্ত করতে আন্তর্জাতিক বিশ্লেষকদের উপসাগরীয় দেশটিতে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করতে এবং বৈশ্বিক তেল সরবরাহ ও অর্থনীতিকে ব্যহত করতেই রাষ্ট্রীয় তেল স্থাপনায় এই হামলা।

জেদ্দাহ যাওয়ার পথে সাংবাদিকদের পম্পেও বলেন, সৌদি তেল স্থাপনায় হামলা যুদ্ধের শামিল এবং এ হামলা চালিয়েছে ইরানিরা।

কিন্তু আঞ্চলিক উত্তেজনা উসকে দেয়া এই হামলা জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইরান।

২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই করে আসা প্রতিবেশী ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে। রিয়াদকে হুশিয়ারি করে তারা বলছে, হামলার আওতা আরও বাড়ানো হবে।

কিন্তু সৌদি ও মার্কিন কর্মকর্তারা বলছেন, তথ্যপ্রমাণ বলছে, এতে ইরানি সংশ্লিষ্টতা রয়েছে।