নিজের বিরুদ্ধে চলা অভিশংসন তদন্তে সাক্ষ্য দিতে চান ট্রাম্প

ই-বার্তা ডেস্ক।।  নিজের বিরুদ্ধে চলা অভিশংসন তদন্তের কমিটিতে সাক্ষ্য দিতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   

ডোনাল্ড ট্রাম্প টুইটার বার্তায় বলেন, ‘আমি অন্যায় কিছু করিনি এবং এই তদন্তের প্রক্রিয়ায় আমার আস্থাও নেই। তারপরও কংগ্রেসকে ফোকাস করতে আমি কমিটিতে সাক্ষ্য দিতে চাই। খুব ভালভাবেই এটা চাই।’

প্রকাশ্যে শুনানির পর আগামী সপ্তাহে আরো আট জনের সাক্ষ্য দেওয়ার কথা। ইতোমধ্যে অনেকেই সাক্ষ্য দিয়েছেন যাদের প্রায় সবাই-ই বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প গত ২৫ জুলাই ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে জো বাইডেনের বিরুদ্ধে তদন্তের জন্য চাপ প্রয়োগ করেছিলেন।

এদিকে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, কমিটিতে আসলে প্রেসিডেন্ট ঠিকই করবেন এবং সত্য বলবেন যদি তিনি তার শপথ রক্ষা করতে চান। তিনি লিখিতভাবেও জবাব দিতে পারেন। 

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগে গঠিত রবার্ট মুলারের কমিটিতে সাক্ষ্য দিতে চেয়েও দেননি। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু