নিরাপত্তার চাদরে ঢাকা নিম্ন আদালত

ই-বার্তা ডেস্ক।। বহুল আলোচিত হলি আর্টিজান হামলা মামলার রায়কে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীজুড়েই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। তবে যেখানে রায় ঘোষণা করা হবে সেই নিম্ন আদালত ঢেকে দেওয়া হয়েছে নিরাপত্তার চাদরে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী) ইকবাল বলেন, হলি আর্টিজান মামলার রায়কে কেন্দ্র করে রাজধানীর মূল পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট।

এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল থেকেই ঢাকার আদালত চত্বর ও রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকতে দেখা যায়। চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক গাড়ি ও ব্যক্তিকে তল্লাশি করা হয়েছে।

কাউন্টার টেরোরিজম ইউনিট সূত্রে জানা যায়, রায় ঘিরে উগ্রবাদী বা নব্য জেএমবির অনুসারীরা সাইবার ওয়ার্ল্ডে কে কী করছে তা নিবিড়ভাবে পর্বেক্ষণ করা হচ্ছে। জঙ্গি নেটওয়ার্কগুলোতেও নজরদারি করা হচ্ছে। সোয়াত, সিটিটিসি ও গোয়েন্দা পুলিশের সকল ইউনিট সক্রিয় রয়েছে।