নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় লন্ডনে উবারের লাইসেন্স বাতিল

ই-বার্তা ডেস্ক।।  লন্ডনে পরিবহন কর্তৃপক্ষ অ্যাপভিত্তিক ট্যাক্সি সার্ভিস উবারকে নতুন করে লাইসেন্স দেয়নি।  কর্মকর্তারা বলছেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে উবার ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

দু’বছর আগেও শহরে উবারের লাইসেন্স একবার বাতিল করা হয়েছিল। কিন্তু পরে তাদেরকে ব্যবসা পরিচালনার জন্যে আরো দু’বার অনুমতি দেওয়া হয়েছে। সবশেষ অনুমোদনের মেয়াদ শেষ হয়েছে গত রবিবার এবং তারপরেই কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্ত এলো।

উবার বলেছে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে এবং আপিল শেষ না হওয়া পর্যন্ত তাদের চালকরা রাস্তায় গাড়ি চালাতে পারবেন।

বিশ্বের যতোগুলো শহরে উবারের সার্ভিস চালু আছে সেই তালিকার পাঁচ নম্বরে আছে লন্ডন এবং এই শহরে প্রায় ৪৫ হাজার চালক উবারের হয়ে গাড়ি চালান। পৃথীবির বিভিন্ন দেশে অ্যাপ ভিত্তিল এই পরিবহণ ব্যবস্থা চালু রয়েছে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু