নির্বাচনের পর জেল হবে মোদিরঃ রাহুল

ই-বার্তা ডেস্ক।।  বৃহস্পতিবার নাগপুরে একটি নির্বাচনী জনসভায় রাহুল বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে রাফালের তদন্তের পর জেলে যাবে নরেন্দ্র মোদি। 

তিনি অভিযোগ করেন, ফাইটার জেট কেনার চুক্তিতে পরিবর্তন করে দাম বাড়িয়ে দেন নরেন্দ্র মোদি।

রাহুল গান্ধী বলেন, ‘আমি আপনাদের বলছি, নির্বাচনের পর তদন্ত হবে।  আর জেল হবে চৌকিদারের (মোদির)।  প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নথি বলছে, নরেন্দ্র মোদি নথি বদলেছিলেন আর প্রত্যেকটি ফাইটার জেট কিনেছিলেন ১,৬০০ কোটি টাকা দিয়ে।’ 

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভারতের রাজনৈতিক নেতারা ব্যাপকহারে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ভারতে কয়েক দফায় লোকসভা নির্বাচনের প্রথম দফায় ১১ এপ্রিল ভোট হবে ২২টি রাজ্যের মোট ৯১ টি আসনে।  এরপর ১৮ এপ্রিল দ্বিতীয় দফা, ২৩ এপ্রিল তৃতীয় দফা, ২৯ এপ্রিল চতুর্থ দফা, ৬ মে পঞ্চম দফা, ১২ মে ষষ্ঠ দফা ভোট অনুষ্ঠিত হবে। আর ২৩ মে ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবে।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু