নির্বাচনে অনিয়ম হবে না এমন নিশ্চয়তা দেয়া কঠিন : সিইসি

ই-বার্তা।।  নির্বাচনে একেবারে অনিয়ম হবে না এমন নিশ্চয়তা দেয়া কঠিন। তবে দেশে জাতীয় নির্বাচনের পরিবেশ বজায় আছে। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)কে এম নুরুল হুদা।মঙ্গলবার রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 

সিইসি বলেন, বড় পাবলিক নির্বাচনে কিছু অনিয়ম হয়ে থাকে। আমরা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থাও নিয়ে থাকি। বরিশালে বেশি অনিয়ম হয়েছে সেখানে আমরা বাড়তি ব্যবস্থা নিয়েছি।তিনি বলেন, অক্টোবরের শেষের দিকে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনের পরিবেশ রয়েছে। এতে কোনও অসুবিধা হবে বলে আমরা মনে করছি না। যেভাবে অনিয়ম নিয়ন্ত্রণ করা দরকার, আমরা করব।

 

নুরুল হুদা বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে এরই মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত ও সীমানা নির্ধারণের কাজ শেষ হয়েছে। এখন কেন্দ্র বাছাইয়ের কাজ চলছে।
সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম প্রসঙ্গে সিইসি বলেন, এ ধরনের নির্বাচনে অনিয়ম হয়েই থাকে। যেখানে বেশি অনিয়ম হয়েছে, সেখানে আমরা ব্যবস্থা নিয়েছি।