নির্বাচনে আস্থা নেই জনগণের : ফখরুল

ই-বার্তা।।  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ একেবারে পোষ্যদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করেছে। আর তারা সম্পূর্ণ আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থেকে কাজ করছে।

নির্বাচনে তারা যেটা করেছে তা নজিরবিহীন। নির্বাচনী ব্যবস্থাকে একেবারে হুমকির মুখে ফেলেছে। তাই জনগণের এখন নির্বাচনের প্রতি আস্থা নেই।

রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী কৃষক দলের নব গঠিত আহ্বায়ক কমিটির সভায় এসব কথা বলেন মহাসচিব মির্জা ফখ্রুল।

তিনি আরো বলেন, নির্বাচনের প্রতি আস্থা না থাকায় সিটি নির্বাচনে ভোট দিতে যায়নি জনগণ। উপজেলা নির্বাচনেও জনগণের আগ্রহ একেবারে কম।

ডাকসু নির্বাচন নিয়ে ফখরুল বলেন, সোমবার (১১ মার্চ) ডাকসু নির্বাচন। এ নির্বাচনে ছাত্রদল অংশ নিয়েছে। এটাকে স্বাগত জানাই। কোন দল জিতবে সেটা পরের বিবেচ্য বিষয়। কারণ ২৮ বছর ডাকসু নির্বাচন হয়নি, আমাদের দেশে যে রাজনীতিবিদ গড়ার কারখানা তা বন্ধ ছিল। এ নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র সমাজে রাজনীতির সুবাতাস বইতে শুরু করেছে। এটা চালু থাকলে দেশের জন্য ভালো হবে।