নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণ অনিশ্চয়তার ফলে বিকল্প প্রার্থী হচ্ছেন যারা

ই-বার্তা ডেস্ক ।। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার কারণে নির্বাচনে অংশ নেয়া নিয়ে অনিশ্চয়তার  ফলে ফেনী-১ এবং বগুড়া-৬ ও ৭ আসনে বিকল্প হিসেবে একাধিক প্রার্থীকে মনোনয়ন দিয়েছে দলটি।

 

ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টুকে সোমবার ফেনী-১  মঙ্গলবার এ আসনে দলের চিঠি দেয়া হয়েছে। যদিও এই আসনে খালেদা জিয়াকে মনোনয়ন দেয়া হয়েছিল।ফেনী-৩ আসনে এর আগে মিন্টুকে মনোনয়ন দেয়া হয়েছিল। কেন্দ্রীয় নেতা আবদুল লতিফ জনিকে মঙ্গলবার ফেনী-৩ আসনে মনোনয়ন দেয়া হয়।

 

চেয়ারপারসনের উপদেষ্টা বগুড়া পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুবর রহমান ও জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশাকে  খালেদা জিয়ার বিকল্প হিসেবে বগুড়া-৬ (সদর) আসনে দলের এবং বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টনকে দলীয় মনোনয়ন দেয়া হয়।

 

বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম মঙ্গলবার সকালে এর সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

 

 

ই-বার্তা / ডেস্ক