নির্বাচনে ফায়দা তুলতে পাকিস্তানে ফের হামলা চালাতে পারে ভারত

ই-বার্তা ডেস্ক।।  ভারত-পাকিস্তান যুদ্ধের সম্ভাবনা এখনও আছে বলে মনে করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।  সাংবাকিদের সাথে আলাপকালে ইমরান বলেন, ভারতের লোকসভা নির্বাচনে আগে পাকিস্তানে হামলা চালাতে পারে মোদি সরকার। 

দৈনিক ডন তাদের এক প্রতিবেদনে বলেছে, ইমরান খান বলেন, ‘আগামী মাসে ভারতের সাধারণ নির্বাচন হওয়ার আগে পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালাতে পারে ভারত।  হামলা করে নির্বাচনে ফায়দা লুটার চেষ্টা করতে পারে ভারতের রাজনৈতিক দলগুলো।  এমন পরিস্থিতিতে সতর্ক অবস্থা শিথিল করা চলবে না।  পাকিস্তানকে আরও সতর্ক থাকতে হবে।’ 

ইমরান খান আরও বলেন, ‘নির্বাচনের আগে মোদির সরকার কোনো ফায়দা তুলতে পাকিস্তানে হামলা চালাতে পারে।  হুমকি এখনও কেটে যায়নি।  ভারতের নির্বাচনের আগপর্যন্ত পরিস্থিতি উত্তেজনার মধ্যে থাকবে।  ভারতের পক্ষ থেকে যে কোনো ধরনের আগ্রাসন রুখে দিতে আমরা প্রস্তুত রয়েছি।’

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরে হামলা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বেশ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।  সেই জের ধরে দু’দেশই বেশ কয়েকবার হামলা চালিয়েছে।  পাকিস্তানের সীমান্তে ঢুকে বিমান হামলা চালায় ভারত।  জবাবে পাকিস্তান ভারতের দুটি বিমান বিধ্বস্ত করে আটক করে ভারতীয় পাইলট অভিনন্দনকে।  পরে তাকে ভারতে ফিরিয়ে দেওয়া হয়।  

ই-বার্তা/সালাউদ্দিন সাজু