নির্বাচনে ৯৯ দশমিক ৭৪ শতাংশ ভোট পেয়ে জয় লাভ করেছেন শেখ হাসিনা

ই-বার্তা ডেস্ক ।।   আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেখানে তিনি ৯৯ দশমিক ৭৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন।

 

নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার পাঠানো নির্বাচনের ফল শিট থেকে জানা গেছে, গোপালগঞ্জ-৩ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৮১৮।এদের মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৩০ হাজার ১৪১ ভোটার। অতএব, প্রধানমন্ত্রীর এ আসনটিতে ৯৩ দশমিক ২৪ শতাংশ ভোট পড়েছে।আর ২ লাখ ৩০ হাজার ১৪১টি প্রদত্ত ভোটের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছেন ২ লাখ ২৯ হাজার ৫৩৯টি ভোট। অর্থাৎ প্রদত্ত ভোটের ৯৯ দশমিক ৭৪ শতাংশ ভোট পেয়েছেন তিনি।

 

আওয়ামী লীগ সভাপতির নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এসএম জিলানী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মো. এনামুল হক আপেল মার্কায় পেয়েছেন ১০ ভোট।

 

 

 

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম