নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য কাজ করে চলেছে আওয়ামী লীগ

ই- বার্তা ডেস্ক।।   প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম মন্তব্য করেছেন যে, নির্বাচন কমিশনকে সব বিতর্কের ঊর্ধ্বে রেখে শক্তিশালী করার জন্য আওয়ামী লীগ কাজ করে চলেছে।

গতকাল রোববার (২১ এপ্রিল) বিকেলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর প্রেস বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

এইচ টি ইমাম বলেন, ‘গণতান্ত্রিক যে সমস্ত রীতিনীতি, বিধান রয়েছে সেগুলোর সংস্কার প্রয়োজন। সেই সঙ্গে গণতান্ত্রিক যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে। এজন্য বাংলাদেশ আওয়ামী লীগ সর্বাত্মকভাবে সবসময় প্রস্তুত আছে।’

এর আগে, আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আয়-ব্যয়ের হিসাব জমা দেয়। দলের হিসাব অনুযায়ী এই নির্বাচনে দলের ব্যয় হয়েছে এক কোটি পাঁচ লাখ টাকা। বিপরীতে আয় হয়েছে হয়েছে এক কোটি ২৬ লাখ টাকা।

এসময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাউছার উপস্থিত ছিলেন।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম