নির্বাচন কমিশনের না আছে যোগ্যতা, না আছে শক্তিঃ ফখরুল

ই-বার্তা ।। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মন্ত্রণালয়ের একজন সচিবকে দিয়ে চলছে নির্বাচন কমিশন।  তিনি জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার (১০ জুন) ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আয়োজনে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের সাজা বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশে একথা বলেন।

 

ফখরুল বলেন, নির্বাচন কমিশনের না আছে যোগ্যতা, না আছে শক্তি। একজন সচিব হেলালউদ্দিন আহমেদ। তিনি কমিশনে অফিস করেন নির্দিষ্ট সময়। তার পর একটি নির্দিষ্ট দলের নির্দিষ্ট অফিসে যান। যার প্রধান এইচ টি ইমাম।’রাজনীতি থেকে খালেদা মুক্ত করতে হবে’ তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু এমন বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন,খালেদা জিয়ার নামে ছিলে ৪ টি মামলা আর শেখ হাসিনার নামে ছিল ১৫ টি মামলা। খালেদা জিয়াকেই শুধু না তিনি (ইনু) যে রাজনীতি করেন সেই রাজনীতিও দুরে সরিয়ে দিতে হবে।খালেদা জিয়ার একক সাজার বিষয়ে ফখরুল বলেন, খালেদা জিয়ার অপরাধ একটাই সেটা হল তিনি গণতন্ত্রের কথা বলে। মানুষের অধিকারের কথা বলেন।তিনি বলেন, ৯০ এর মতো গণঅভু্যত্থান ঘটাতে হবে। কেন হচ্ছে না নিজেকে প্রশ্ন করেন।কোটা আন্দোলন নিয়ে প্রশ্ন তুলে ফখরুল বলেন, আমার মনে হল আমরা কি আয়ুব খানের দিকে ফিরে গেলাম? কোটা নিয়ে আন্দোলনকারীরা প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। একজনকে তো খুজেই পাওয়া যাচ্ছে না।বেগম জিয়ার জন্য মানুষ কাদেনা এই উপলব্ধি যার আছে তার বাংলাদেশের রাজনীতি সম্পর্কে জ্ঞান নেই মন্তব্য করে তিনি বলেন, খালেদা জিয়ার জন্য ঘরে ঘরে মানুষ রোজা রাখে, মহিলারা কান্নাকাটি করে।বেগম জিয়াকে একদিন জনগণ বের করে আনবে। কারাগার ভেঙেই বের করে আনবে বলেও জানান তিনি।নির্বাচন নিয়ে বিএনপির এ নেতা বলেন, আমাদের দাবি আদায়ে আমরা অবশ্যই সফল হব। দেশনেত্রীকে মুক্ত না করে আমরা নির্বাচনে যাবনা। নির্বাচনের আগে নির্বাচনের পরিবেশ তৈরী করতে হবে।

 

এসময় সকলের উদ্দেশ্য মির্জা ফখরুল বলেন, আসুন একটি ইস্যুতেসবাই এক হই।ডাকসুর সসাবেক ভিপি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ: জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফুর রহমাম, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

 

 

ই-বার্তা/ডেস্ক