নিষেধাজ্ঞা থেকে ফেরা স্মিথ-ওয়ার্নার থাকছেন না বিশ্বকাপ দলে!

ই-বার্তা ডেস্ক।।  সদ্য নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের।  অস্ট্রেলিয়া জাতীয় দলে ফেরার আশায় দিন গুনছেন তারা।  অনেকেই ভাবছেন বিশ্বকাপ দলে থাকবেন দু’জনই। কিন্তু বর্তমান অজিদের ওয়ানডে অধিনায়ক অ্যারন ফিঞ্চের কণ্ঠে অন্য সুর। 

ফিঞ্চের মতে, অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া বেশ কঠিন হবে স্মিথ-ওয়ার্নারের। 

বিশ্বকাপের আগে দারুণ সময় পাড় করছে অস্ট্রেলিয়া।  কয়েকদিন আগে দোর্দণ্ড প্রতাপে ভারত জয় করেছে ফিঞ্চ বাহিনী।  টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে জিতেছে তারা।  সেই ধারাবাহিকতায় এবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পথে টিম অস্ট্রেলিয়া।  দলের হয়ে দারুণ পারফরম করছেন গ্লেন ম্যাক্সওয়েল, পিটার হ্যান্ডসকম্ব, উসমান খাজাদের মতো ক্রিকেটাররা।  আর এ কারণে বিশ্বকাপের ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে স্মিথ ও ওয়ার্নারের জায়গা দেখছেন না ফিঞ্চ।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে নাটকীয়ভাবে ৬ রানে জয়ের পর সংবাদ সম্মলনে ফিঞ্জ বলেন, এটি কঠিন বাস্তব।  খেলোয়াড়েরা দারুণ খেলছে।  এ অবস্থায় স্কোয়াডে জায়গা পাওয়া সত্যিই কঠিন।

দলীয় নেতা হিসেবে এবং ব্যাট হাতে সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন।  তার মতে, ২০১৫ বিশ্বকাপে সামঞ্জস্যপূর্ণ দল নিয়ে খেলতে গিয়েছিল অস্ট্রেলিয়া।  এবারও সেরকম একটি স্কোয়াড গড়তে পারবেন তারা।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু