নিহত সেনাদের লাশ কোথায়? তোপের মুখে চীন

গালওয়ান উপত্যকায় ১৫ জুন রাতে ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) নিহত সদস্যদের নামধাম এখনো প্রকাশ করেনি চীন। এমনকি, সরকারি ভাবে জানানো হয়নি নিহতদের সংখ্যাও। এই পরিস্থিতিতে ক্রমশ ক্ষোভ দানা বাঁধছে সে দেশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে।

এমনটাই দাবি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার।

আনন্দবাজারের লিখেছে- চীনা নাগরিকদের একাংশ সোশ্যাল মিডিয়ায় সরাসরি শাসক কমিউনিস্ট পার্টি এবং সরকারের শীর্ষ কর্মকর্তাদের নিশানা করে বলছেন, ‘কিভাবে শহীদদের সম্মান করতে হয়, তা ভারতকে দেখে শিখুন।’ কতজন সেনা নিহত, তাদের দেহ কোথায় রয়েছে, শেষকৃত্য হয়ে গেছে কিনা, সে সব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

গালওয়ানে সংঘর্ষের ঘটনায় পিপলস লিবারেশন আর্মির এক কমান্ডারের মৃত্যুর খবর গতকাল ভারত-চীন সেনা কর্মকর্তাদের বৈঠকে স্বীকার করেছিল বেইজিং। চীনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমসের দাবি, সংঘর্ষে ভারতের চেয়ে চীনের কম সেনা নিহত হয়েছে।

যদিও ১৫ জুনের পরেই ভারতীয় সেনাবাহিনী জানিয়েছিল, পিপলস লিবারেশন আর্মির অন্তত ৪৫ জন সদস্য হতাহত হয়েছে। সম্প্রতি আমেরিকার একটি সামরিক পর্যবেক্ষণ সংস্থার রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় সেনার পাল্টা হামলায় নিহত চীনা সেনার সংখ্যা অন্তত ৩৪।

চীনা নেটিজেনদের একাংশের দাবি, পিএলএ’র নিহত কমান্ডারের দেহ গোপনে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু নিহত অন্য সেনাদের বিষয়ে এখনো মুখে কুলুপ এঁটে রয়েছে চীনের সরকার।

সূত্র- আনন্দবাজার।