নুসরাতের হত্যাকারীদের শাস্তির দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ

ই-বার্তা।।  ফেনীর সোনাগাজী শিক্ষার্থী নুসরাত জাহান রাফির ধর্ষক মাদ্রাসা শিক্ষক ও তাকে আগুনে পোড়ানোর অভিযোগে গ্রেপ্তারকৃতদের সর্বোচ্চ শাস্তি দাবী করেছেন নিউইয়র্কের সচেতন প্রবাসী বাংলাদেশীরা।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৮ টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ভাইভার সিটি প্লাজায় নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে এই জঘন্য অমানবিক হত্যাকাণ্ডের প্রতিবাদ করেন প্রবাসীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ , সাপ্তাহিক বর্ণমালার প্রধান সম্পাদক মাহফুজুর রহমান, সাংবাদিক মোহাম্মদ ফজলুর রহমান,মুক্তিযোদ্ধা রেজাউল বারী , অভিনয়শিল্পী লুৎফর নাহারলতা ,হোসনে আরা বেগম ,নাট্যকর্মী মিথুন আহম্মেদ, মুক্তিযাদ্ধা সরাফ সরকার,সাংবাদিক মুজাহিদ আনসারী,রাজনীতিবিদ জাকারিয়া চৌধুরী ,সাংবাদিক আকবর হায়দার কিরন ,নাট্যকর্মী গোপাল স্যানাল ,স্বীকৃতি বড়ুয়া লেখক ফাহিম রেজা নূর , সাংবাদিক ইব্রাহিম চৌধুরী খোকন, জাকির হোসেন বাচ্চু,সাংবাদিক সন্জিপন কুমার ,চন্দ্রমজমদার দীনেশ আব্দুল হামিদ প্রমুখ।