নুসরাত হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা রুহুল আমিন কারাগারে

ই-বার্তা ডেস্ক।।  ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে পাঁচদিনের রিমান্ড শেষে আজ বিকেলে আদালতে হাজির করা হয়।  বিচারক মো. জাকির হোসাইন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

একই আদালতে মামলার অপর এজাহারভুক্ত আসামি শাহাদাত হোসেন শামীমকে ফেনী কারাগার থেকে আদালতে এনে পাঁচদিনের রিমান্ডের আবেদন করলে বিচারক শামীমের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে গত ১৪ এপ্রিল শাহাদাত হোসেন শামীম ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাকির হোসেনের আদালতে নুসরাত হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গত ২৭ মার্চ নুসরাতকে নিজ কক্ষে নিয়ে শ্লীলতাহানি করেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা। এ ঘটনায় নুসরাতের মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেন।  ওই দিনই অধ্যক্ষ সিরাজকে গ্রেপ্তার করে পুলিশ।

অধ্যক্ষের বিরুদ্ধে আনা শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার করতে রাজি না হওয়ায় নুসরাতকে গত ৬ এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় সিরাজের অনুসারীরা।  ১০ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নুসরাত।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু