নুসরাত হত্যা মামলায় সাক্ষীদের জবানবন্দি লিপিবদ্ধ করেছে পিবিআই

ই-বার্তা ডেস্ক।।  ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফী হত্যার ঘটনায় বিচারকাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীদের সাক্ষ্যগ্রহণ লিপিবদ্ধ করেছে পিবিআই’র তদন্তকারী দল। 

এছাড়া রাফীর পরিবারের সদস্যদের সাক্ষ্যগ্রহণ নিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে দলটি।  সোমবার সারাদিন সোনাগাজী মাদ্রাসা ও রাফীর গ্রামের বাড়িতে গিয়ে পিবিআই’র তদন্তকারী দল এসব সাক্ষ্যগ্রহণ লিপিবদ্ধ করেন। 

এ সময় পিবিআইয়ের চট্টগ্রাম বিভাগের বিশেষ পুলিশ সুপার ইকবাল হোসেন, মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক মো. শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় তদন্ত কর্মকর্তা শাহ আলম জানিয়েছেন, মামলার বিষয়ে সাক্ষীদের সাক্ষ্য প্রদানের মতামত নেয়া হয়েছে।  ন্যায় বিচারের স্বার্থে কেউ কেউ বিচারিক হাকিমের কাছে গিয়ে এই সময়ের মধ্যে সাক্ষ্য প্রদান করবে কিনা তার মতামত চাওয়া হয়েছে।

এদিকে নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন অব্যাহত রয়েছে।  এ সময় ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান বক্তারা।  এ উপলক্ষে সোমবার সকালে সোনাগাজী উপজেলার চরমজলিশ পুর ইউনিয়নের বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু