‘নূরকে ফেরাতে বাংলাদেশকে উদ্যোগ নিতে হবে’

ই-বার্তা ডেস্ক।।  কানাডার সীমান্ত নিরাপত্তা এবং অপরাধ নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী বিল ব্লেয়ার বলেছেন, কানাডায় কমিউনিটির মধ্যে বাংলাদেশিরা বেস্ট। তাঁরা নিষ্ঠাবান, পরিশ্রমী এবং সৎ। আমার নির্বাচনী এলাকায় হাজার-হাজার কানাডিয়ান-বাংলাদেশি রয়েছে।  

শনিবার স্থানীয় সময় ৪টায় বিল ব্লেয়ার নির্বাচনী ক্যাম্প উদ্বোধনের পর একথা বলেন।

বিল ব্লেয়ার বলেন, বাংলাদেশের সাথে কানাডার অত্যন্ত সুসম্পর্ক। সেজন্য রোহিঙ্গা শরণার্থী সমস্যায় কানাডা নানা ভাবে এগিয়ে এসেছে এবং মানবাধিকার লংঘনের জন্য অং সান সুচির সম্মানজনক নাগরিকত্ব বাতিল করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরী কানাডা অবস্থান করছে, সেক্ষত্রে কানাডা তো নূরকে ফেরত দিচ্ছে না? এই প্রশ্নের জবাবে ব্লেয়ার বলেন, এটা আইনের ব্যাপার।

পাল্টা প্রশ্নের জবাবে কুড়ি বছর পুলিশ সার্ভিস এবং দশ বছর টরন্টোর পুলিশ প্রধান হিসেবে থাকা বর্তমান সীমান্ত নিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণ দায়িত্বে নিয়োজিত মন্ত্রী বলেন, তাকে ফেরত দেয়া উদ্যোগ বা বন্দি বিনিময় চুক্তির ব্যাপারে বাংলাদেশকেই এগিয়ে আসতে হবে।

বিল ব্লেয়ার আরো বলেন, গতকাল বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাথে আমার দেখা হয়েছে, তখন আমরা দু’দেশের নানা বিষয় নিয়ে কথা বলেছি। সেখানে হাই কমিশনার এবং কনস্যুলার জেনারেল উপস্থিত ছিলেন।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু