ঝালকাঠি-১: নৌকার মনোনয়ন প্রত্যাশী কিশোয়ারা সুলতানা

ই-বার্তা।।   একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।  মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কিশোয়ারা সুলতানা সালমা।  তিনি  ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

 

কিশোয়ারা সুলতানা সালমা ই-বার্তাকে বলেন, আমি বিশ্বাস করি, আমি দলের জন্য কাজ করেছি একজন সাধারণ কর্মী হিসেবে।  আমি বিভিন্ন স্তরে বিভিন্ন উপজেলায় হাটে বাজারে উঠান বৈঠক সহ পথ সভা ও ব্যাপক গণসংযোগ করেছি।

 

ঝালকাঠি-১ আসনের কাঠালিয়ার একমাত্র প্রার্থী তিনি।  কিশোয়ারা সুলতানা সালমা আরো বলেন আমার বাবা একজন মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন, আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান।  ঝালকাঠি-১ আসনের জনগণ পরিবর্তন চায়।  তিনি আরো বলেন আমি জনগণের পাশেই থাকতে চাই এবং তরুণদেরকে নিয়ে কাজ করতে চাই।  

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরে নৌকার মনোনয়নপ্রত্যাশী হিসেবে তিনি ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তিনি ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে তিনি নিয়মিত মনোনয়নপ্রত্যাশী হিসেবে সভা, সমাবেশ ও শোডাউনসহ ব্যানার-ফেস্টুনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ব্যাপক উন্নয়ন জনগণের সামনে তুলে ধরে নৌকার পক্ষে জনমত সৃষ্টি করছেন।   

 

আজ শুক্রবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কার্যালয়ে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দু’টি মনোনয়ন ফরম সংগ্রহের মধ্যে দিয়ে এই ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। 

 

জানা গেছে, আটটি বুথ থেকে সেখানে আট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ফরম বিক্রি করা হচ্ছে।  
 
 
উল্লেখ্য, আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

 

 

 

ই-বার্তা / জা হা