নোয়াখালীতে যাত্রা শুরু করলো স্বেচ্ছাসেবী সংগঠন “সেবক”

ই-বার্তা ডেস্ক।।   সুবিধাবঞ্চিত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত এবং আর্থিক সাহায্যের শপথ নিয়ে নোয়াখালিতে যাত্রা শুরু করলো স্বেচ্ছাসেবী সংগঠন  “সেবক”।  “সেবক” এর পক্ষ থেকে বলা হয়,  সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শই তাদের মুল লক্ষ্য। 

গত ২৫ জানুয়ারি অসহায় মানব সেবা এর সহায়তায় জয়াগ দারুল উলুম কওমি মাদ্রাসাপ্রাঙ্গনে স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ বিতরণ ক্যাম্পেইন আয়োজনের মধ্য দিয়ে নিজেদের স্বপ্নের পথচলা শুরু করলো সংগঠনটি।

ঢাকা হতে আগত ডাক্তার সালমান বাশার, ডাক্তার তারিকুল ইসলাম ও ডাক্তার সাব্বির হোসেনের নেতৃত্বে উক্ত ক্যাম্পেইনে নোয়াখালীর সোনাইমুড়ী থানার আশে পাশের ২০ গ্রাম থেকে প্রায় ৪৫০ জন অসহায়  সেবা প্রার্থীদেরকে চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদানের পাশাপাশি সেবক এপের মাধ্যমে অনলাইন পোর্টালে চিকিৎসা সংক্রান্ত তথ্যাবলী প্রয়োজনীয় মেডিকেল ফলোআপের জন্য আপলোড করা হয় এবং পরবর্তীতে সেই অনুযায়ী ফলোআপ করা হয়| সেবা প্রার্থীদের প্রায় ৫৫% ছিল নারী|

সেবকের পরিচালক মুনজুর মোর্শেদ জানান, সেবক শুধুমাত্র মেডিকেল ক্যাম্পেইন করেই তাদের দায়িত্ব শেষ করে না বরং সেখানকার সুবিধাবঞ্চিত রোগীদের সাথে দীর্ঘমেয়াদি সম্পর্ক ধরে রাখে, ফলো আপ করে, রোগীদের পরবর্তী চিকিৎসা সেবা নিশ্চিত করতে সঠিক মেডিকেল গাইডেন্স দেবার পাশাপাশি যেকোনো ধরণের সহযোগিতা; যেমনঃ ঔষধ, পরামর্শ, রেফারেন্স ,আর্থিক বা অন্য যেকোনো উপায়ে সহযোগিতা করে থাকে।

উল্লেখ্য, ২০১৮ সালে সেবক প্রায় ২৪০০ সুবিধা বঞ্চিত মানুষদেরকে সরাসরি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করার পাশাপাশি ৮ টি মেডিকেল ক্যাম্পেইন এবং ১৬ টি ফলোআপ কল এর আয়োজন করে| এছাড়াও, সেবক আন্টিবায়োটিক রেসিস্টেন্স নিয়ে স্কুল শিক্ষার্থীদের মাঝে সচেতনতা মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে নিয়মিত| সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও সেবক বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরী করতে গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করছে|

ই-বার্তা/ মাহারুশ হাসান