পঞ্চগড়ে ১২ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার

ই- বার্তা ডেস্ক।।  সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় করা মামলার প্রধান আসামি বাসচালককে গ্রেফতার করা হয়েছে।

গত মঙ্গলবার সকালে জগদল বাজার থেকে তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ সুত্রে জানা গেছে, গত বছরের ২৬ অক্টোবর রাতে সদর উপজেলার দশমাইল বাজার এলাকায় যাত্রীবাহী বাস ও বিদ্যুতের খুঁটিবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এবং হাসপাতালে নেয়ার পর ১২ জন নিহত হন। এ ঘটনায় ২৮ অক্টোবর এএসআই একে ফজলুল করিম বাদী হয়ে বাসচালক মামুনুর রশিদ মামুন (১৯) এবং ট্রাকচালক রাজিবকে (৩৪) আসামি করে মামলা করেন। মামুন সদর উপজেলার বোদাপাড়া এলাকার দুলালের ছেলে।

গত মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে থানা পুলিশের সাত সদস্যের একটি দল মামুনকে গ্রেফতার করে। অপর আসামি ট্রাকচালক রাজিবের বাড়ি খুলনায় এবং তিনি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

এই বিষয়ে তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশের ওসি এনামুল হক বলেন, দুঘর্টনার পরপরই বাসচালক মামুন ও ট্রাকচালক রাজিব পালিয়ে যায়। ঘটনার পর তাদের বিরুদ্ধে সড়ক দুর্ঘটনা আইনে মামলা করা হয়। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম