পন্টিং’কে ছাড়িয়ে গেলেন কোহলি

ই-বার্তা ডেস্ক।।  একের পর রেকর্ড নিজের করে নিচ্ছেন ভিরাট কোহলী।এবার অধিনায়ক হিসেবে আরও একটি রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে দ্রুততম ৯০০০ রান সংগ্রহ করেছেন কোহলী। এই রান সংগ্রহের পথে তিনি ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে।

এছাড়া আরও একটি সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের নাগপুরে ১০৭ বলে সেঞ্চুরি করা কোহলি থামেন ১২০ বলে ১১৬ রানে। এটা কোহলির ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারের ৪০তম সেঞ্চুরি।

একদিনের ক্রিকেটে সেঞ্চুরি করার দিক থেকে কোহলির ওপরে থাকা কিংবদন্তী শচীন টেন্ডুলকারকে স্পর্শ করতে আর মাত্র ৯টি সেঞ্চুরি করতে হবে ভিরাটকে।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে গত ১০ বছরে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন কোহলি। ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে যাবেন তিনি।

ই-বার্তা/ মাহারুশ হাসান