পরাজিতদের চোখের পানি মুছে দিলেন প্রধানমন্ত্রী

ই-বার্তা ডেস্ক।।  একজন প্রাধানমন্ত্রীর পাশাপাশি যে তিনি একজন মমতাময়ী মা তা আরও একবার প্রামাণ করলেন শেখ হাসিনা।  গতকাল (বৃহস্পতিবার) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুটবল খেলা দেখতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যান প্রধানমন্ত্রী।  

পরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী। 

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহের পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা।  তারা ১-০ গোলে হারিয়েছে লালমনিরহাটের টেপুগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের।

ম্যাচ শেষ হওয়ার পরই অঝরে কান্না শুরু করে টেপুগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা। স্কুলের শিক্ষকরাও ব্যর্থ হচ্ছিলেন তাদের কান্না থামাতে।  এমনকি পুরস্কার বিতরণী মঞ্চে উঠেও কান্না করছিলেন তারা।  ঠিক সে সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়ে ছাত্রীরা পেল মায়ের স্নেহ।

মেয়েদের গলায় পদক পরিয়ে প্রধানমন্ত্রী বুকে টেনে নেন এক একজনকে।  আরেক হাত দিয়ে মুছে দেন কান্নারত মেয়েদের চোখের পানি।  তাদের দিয়েছেন সান্ত্বনা, দিয়েছেন এগিয়ে যাওয়ার উৎসাহ। 

ছেলেদের বিভাগে নীলফামারীর দক্ষিণ কানিয়ালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিলেটের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু