পরিচ্ছন্ন নগর গড়ার অঙ্গীকার করলেন মেয়র আতিকুল

ই-বার্তা ডেস্ক।।  জলাবদ্ধতা নিরসন, ফুটপাত দখলমুক্ত, মশা নিয়ন্ত্রণ করে পরিচ্ছন্ন নগর গড়তে কাউন্সিলরদের সহযোগিতা চাইলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। 

আজ বৃহস্পতিবার ডিএনসিসির নগর ভবনে কাউন্সিলরদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব প্রত্যাশা ব্যক্ত করেন আতিকুল ইসলাম।

মতবিনিময় সভায় ডিএনসিসির নতুন সংযুক্ত ওয়ার্ডগুলোর নাগরিক সুবিধা পর্যায়ক্রমে পুরাতন ওয়ার্ডগুলোর পর্যায়ে নেওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করেন আতিকুল ইসলাম।  একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা, মশা, জলাবদ্ধতা, ফুটপাত দখলসহ কাউন্সিলরদের নিজ নিজ এলাকার সমস্যার বিষয়ে মেয়রকে অবহিত করা হয়। 

জলাবদ্ধতা এবং মশক নিয়ন্ত্রণে কাজ ইতোমধ্যে শুরু হয়েছে মন্তব্য করে আতিকুল ইসলাম বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে বিভিন্ন জায়গা পরিদর্শন করেছি।  ওয়াসাকে সঙ্গে নিয়ে বর্ষার আগেই জলাবদ্ধতা সমস্যার সমাধান করা হবে।  ফুটপাত উদ্ধারে পুলিশের সঙ্গেও কথা হয়েছে।  এছাড়া মশক নিয়ন্ত্রণের লক্ষ্যে আজ শুক্রবার মশক কর্মীদের উদ্বুদ্ধ করতে সভার করা হবে।’

ই-বার্তা / আরমান হোসেন