পরীক্ষায় নকল ঠেকাতে মাথায় কাগজের বাক্স

ই- বার্তা ডেস্ক।। পড়ালেখা কথা মনে করলে মাথায় আসে পরিক্ষার কথা। আর পরিক্ষার পাশ করতে হলে পড়ালেখা করতেই হবে। কিন্তু এমন যদি হয় পরিক্ষার হলে মাথায় পরানো কাগজের বাক্স। সেই বাক্সের সামনে দু’টি ফুটো করা রয়েছে দেখার জন্য।

সম্প্রতি পরীক্ষায় নকল ঠেকাতে এই অভিনব পদ্ধতি গ্রহণ করেছে ভারতের কর্নাটকের একটি কলেজ। মাথায় কাগজের বাক্স পরে পরীক্ষা দেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে নড়েচড়ে বসে শিক্ষা দপ্তর।

জানা যায়, কর্নাটকের ভাগথ পিইউ কলেজে প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের রসায়ন পরীক্ষায় তাদের মাথায় কাগজের বাক্স পরানো হয়। চোখের কাছে ফুটো করে দেওয়া হয় বাক্সে। যাতে নিজের পরীক্ষার খাতা দেখতে পেলেও আশপাশে কে কী লিখছে, তা দেখতে না পারেন।

কলেজ কর্তৃপক্ষের বলেন, পরীক্ষায় নকল করা ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষার হলে কোনো ধরনের সমস্যা এড়াতে মাথায় কাগজের বাক্স পরার প্রস্তাব মেনে নেয় ছাত্র-ছাত্রীরাও। তবে এই ঘটনাকে অমানবিক আখ্যা দিয়েছেন অনেকেই। এর আগেও পরীক্ষায় নকল আটকাতে এই অভিনব পদ্ধতি গ্রহণ করে মেক্সিকোর একটি স্কুল কর্তৃপক্ষ।