পর্দা নামলো মর্যাদাপুর্ণ কান চলচিত্র উৎসবের

ই-বার্তা।।  পাঠকরা যখন এই লেখাটি পড়ছেন ততোক্ষণে কানের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার পাঁ দি অর ঘোষণা হয়ে গেছে! কিন্তু আমি এই মুহূর্তে গভীর আগ্রহে অপেক্ষা করছি কখন জানতে পারবো বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরের পুরস্কার বিজয়ীদের নাম!

২০১৮ সালের আঁ সার্তেন রিগার্দ-এর বিজয়ী ইরানের ছবি আলী আব্বাসীর ‘বর্ডার’! সেরা চিত্রনাট্য পুরস্কার পেয়েছে ‘সোফিয়া’ ছবির জন্য মেরিয়াম বেম্বারেক! লুকাস দন্তের ‘গার্ল’ ছবিতে অভিনয় করে ভিক্টর পলস্টার পেয়েছেন সেরা পারফর্মেন্স পুরস্কার! ইউক্রেনিয়ান পরিচালক সের্গেই লজনিতসা পেয়েছেন সেরা পরিচালক পুরস্কার! জুরি স্পেশাল পুরস্কার পেয়েছেন (The Dead and The Others) ছবির জন্য যাও স্লাভিজা ও রেনি নাদের!

ইরানি বংশোদ্ভূত ড্যানিশ পরিচালক আলী আব্বাসীর প্রথম ছবি ‘শেলি’ ২০১৬ সালে বার্লিন উৎসবে ছিল সবচেয়ে বেশি আলোচিত। এবার বর্ডার দিয়ে কানে আঁ সার্তেন রিগার্দের বিচারকদের মন জয় করে সেরা পুরস্কারটি ছিনিয়ে নিয়েছেন।

বর্ডার ছবির অভিনেত্রী ইভা মেলান্ডার বর্ডার ছবির ব্যাপ্তি ১ ঘণ্টা ৪৮ মিনিট। এর গল্প সুইডিশ কাস্টমস অফিসার টিনাকে ঘিরে। ছবিটির চিত্রনাট্য তৈরি হয়েছে সুইডিশ কথাশিল্পী জন আইবাদে লিনকিচের উপন্যাস অবলম্বনে।

আঁ সার্তেন রিগার্দে এবার জমা পড়েছিল ২ হাজার ছবি। এর মধ্যে নির্বাচিত হয় ১৮টি চলচ্চিত্র। মোট ৬ জন পরিচালকের প্রথম ছবি ছিল তালিকায়। এবারের আসরে আঁ সার্তেন রিগার্দে বিচারকদের সভাপতি ছিলেন পুয়ের্তোরিকান-আমেরিকান অভিনেতা বেনিসিও দেল তোরো। তিনিই ঘোষণা করেন সেরা ছবির নাম।

এ সময় মঞ্চে আরো ছিলেন দেল তোরোর নেতৃত্বে বিচারক হিসেবে কাজ করা ফিলিস্তিনি পরিচালক আনমারি জাসির, রুশ পরিচালক কান্তেমির বালাগভ, ফরাসি অভিনেত্রী ভিরজিনি লোদোয়া, টেল্লুরাইড চলচ্চিত্র উৎসবের নির্বাহী পরিচালক জুলি হান্টসিঙ্গার। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো।

সুত্রঃ হারপার বাজার