পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় দুই মামলা

রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণে পুলিশের ৪ সদস্যসহ পাঁচজন আহতের ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেছে পুলিশ।

বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।

তিনি বলেন, এ ঘটনায় পল্লবী থানায় দুটি মামলা হয়েছে। যারা গ্রেফতার হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এদিকে গ্রেফতার আসামিদেরকে ১০ দিনের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।

বুধবার ভোরে পল্লবী থানার ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুলিশ সোর্সসহ ৫ জন আহত হন। আহতদের মধ্যে সোর্স রিয়াজের হাতের কব্জি ও আঙুল কেটে ফেলতে হয়েছে।

পুলিশ বলছে, এ ঘটনার সঙ্গে প্রাথমিকভাবে জঙ্গি সম্পৃক্ততা পাওয়া যায়নি।