পশ্চিমবঙ্গ আপনার ব্যক্তিগত সম্পত্তি নয়ঃ মোদি

ই- বার্তা ডেস্ক।।   প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করেবলেছেন, দিদি রাজ্যকে নিজের আর নিজের ভাইপোর জায়গির ভাবছেন। কিন্তু পশ্চিমবঙ্গ আপনার ব্যক্তিগত সম্পত্তি নয়।

আজ বৃহস্পতিবার মথুরাপুরে নির্বাচনী প্রচারে তিনি এ কথা বলেন।

নরেন্দ্র মোদি বলেন, দিদি আর তার ভাইপো বাংলাকে নিজেদের জায়গির ভেবে নিয়েছেন। দিদি মনে রাখবেন, পশ্চিমবঙ্গ আপনার ব্যক্তিগত সম্পত্তি নয়। বাংলার মানুষ আপনার এই অহঙ্কারের উত্তর দেবে।

তিনি অভিযোগ করে বলেন, মমতা বিজেপিকর্মীদের ঘর এবং দলের কার্যালয় দখল করার হুমকি দিয়েছেন। এই মানসিকতা তৈরি হয়েছে জমি ও সম্পত্তি দখলের মানসিকতা থেকেই।

মোদি বলেন, মমতাদি ভোটে জয়-পরাজয় থাকবেই। আর এটিই গণতন্ত্রের লক্ষণ। একসময় বাংলার মানুষ আপনাকে ক্ষমতায় বসিয়েছিল; কিন্তু এখন তারা আর আপনাকে চায় না।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম