পশ্চিম তীর দখলে ইসরায়েলকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র

ই-বার্তা ডেস্ক।।  পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বে কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয় না বলে ঘোষণা দিয়ে তাদেরকে সমর্থন জানিয়েছে ট্রাম্প প্রশাসন।  সোমবার বিকালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও এই ঘোষণা দেন।  

তিনি বলেন, এর মাধ্যমে ফিলিস্তিনদের সঙ্গে যে কোনো শান্তি প্রচেষ্টা চালিয়ে যাওয়া যেতে পারে। 

অতীতে মার্কিন যুক্তরাষ্ট্র এই দখলদারিত্বকে অবৈধ বলে বর্ণনা করেছিল এবং ফিলিস্তিনরা ভবিষ্যতে সেখানে রাষ্ট্র তৈরির জন্য জমি দাবি করেছিল, যেটি আন্তর্জাতিক সম্প্রদায়গুলো সমর্থন জানিয়েছিল।

কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল এবং ফিলিস্তিন অঞ্চল সম্পর্কে তার নীতি পরিবর্তন করতে অবিচল থেকেছেন। সঙ্গে সঙ্গে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে রাজনৈতিক সমর্থন জোরদারের লক্ষে পদক্ষেপ নিয়েছেন।

প্রসঙ্গত, ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে এমনিতেই অনেক জায়গা দখল করে নিয়েছে ইসরায়েল। এখন পশ্চিম তীর থেকে আরও ভূমি কেড়ে নেয়ার হুমকি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু