পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক

ই-বার্তা ডেস্ক।।  তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, বুধবার (২০ মার্চ) দেশটির ডেনিজলি প্রদেশের একিপায়াম শহর থেকে ৫.৫ মাত্রার ভূমিকম্পটি উৎপত্তি হয়েছে। এতে দুই বার কম্পন অনুভূত হয়।।

একিপায়াম শহরের মেয়র হুলুসি সেভকান জানিয়েছেন, প্রাথমিকভাবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এতে কিছু ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য,  ১৯৯৯ সালে তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলে সাত দশমিক চার মাত্রার ভূমিকম্পে প্রায় ১৭ হাজার মানুষ নিহত হয়েছিলেন।

ই-বার্তা/ মাহারুশ হাসান