পাকিস্তানকে ধ্বংস করে দেওয়ার হুমকি ভারতীয় মন্ত্রীর

ই-বার্তা ডেস্ক।।  পাকিস্তান ভারতের ওপর পারমাণবিক হামলা চালালে পরমাণু বোমা ফেলে তাদের ধ্বংস করে দেয়ার হুমকি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা নিত্যানন্দ রাই।  

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিহারের সমস্তিপুরে এক নির্বাচনী সমাবেশে ভাষণ দেয়ার সময় এ হুমকি দেন তিনি।

নিত্যানন্দ রাই বলেন, ‘পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা হবে। পৃথিবী থেকে নয়, বরং চাঁদ থেকে পরমাণু বোমা ফেলে তাদের ধ্বংস করে দেয়া হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত চাঁদে পৌঁছেছে। কিন্তু কংগ্রেস ৭০ বছর ধরে দারিদ্র্য দূরীকরণের স্লোগান দিয়েছিল।  দারিদ্র্য দূর হয়েছে কী?’ জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করা কেন্দ্রীয় মোদি সরকারের এক বিপ্লবী ও ঐতিহাসিক সিদ্ধান্ত। কারণ ৩৭০ ধারা দেশের জন্য এক কলঙ্ক হিসেবে ছিল। এর ফলে সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রণে আনা হয়েছে। সন্ত্রাসীরা নিহত হচ্ছে।’ 

এসময় মন্ত্রী নিত্যানন্দ রাই ২০২২ সালের মধ্যে সবাইকে পাকা বাড়ি দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, দেশের কোনও ব্যক্তিই পাকা বাড়ি ছাড়া বাস করবেন না।  

ই-বার্তা/সালাউদ্দিন সাজু