পাকিস্তানকে ১৭টি গোল দিলেও র‍্যাংকিংয়ে ৩৬ ধাপ পেছাল বাংলাদেশ

ই-বার্তা ডেস্ক ।।  গতকাল অনূর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ১৭টি গোল দিয়েছে বাংলার মেয়েরা।  কদিন আগেই এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়শিপের বাছাইপর্বে চার ম্যাচে ২৭ গোল দেওয়ার অনন্য কীর্তিও গড়েছে।

 

কিন্তু এতো ভালো খবরের মাঝেও ফুটবল অঙ্গনে এলো এক খারাপ খবর। নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ না খেলার কারণে ফিফা মহিলা র‍্যাংকিংয়ে ৩৬ ধাপ পেছাল বাংলাদেশ।এত দিন বাংলাদেশ ১১২তে অবস্থান করলেও এখন তারা র‌্যাংকিংয়ের বাইরে। এক কথায় সবচেয়ে বড় অবনমনের দল হিসেবে ১৭১-এ নেমে গেছে তারা। দুদিন আগে মহিলা ফুটবলে প্রকাশিত র‌্যাংকিংয়ের ১৪৭ দলের মধ্যে নেই বাংলাদেশ। র‌্যাংকিংয়ের বাইরে থাকা ৪৪ দলের মধ্যে ২৪ তম বাংলাদেশ।

 

তবে এমনটা বাংলাদেশের বাজে খেলার কারণে হয়নি। হয়েছে বাফুফের উদাসীনতায়। ফিফা জানিয়েছে, ১৮ মাসেরও বেশি সময় বাংলাদেশে সিনিয়র মহিলা দল আন্তর্জাতিক ম্যাচের বাইরে থাকায় র‌্যাংকিংয়ে এই দশা।অথচ গত কয়েক বছরে বাংলাদেশের ফুটবলে উল্লেখ করার মতো যা কিছু আছে মহিলা ফুটবলেই। ২০১৬-১৭ মহিলা সাফের ফাইনালিস্ট তারা। ২০১৬ সালের মতো এবারো এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবলের গ্রুপ চ্যাম্পিয়ন। গতবছর বাংলাদেশের মেয়েরা জয় করেছিল সাফ অনূর্ধ্ব-১৫ এর শিরোপা। যা এবার হারায় ভুটানের মাঠে। এখন বাংলাদেশ মহিলা দল অবস্থান করছে ভুটানে। সেখানে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে সাফ অনূর্ধ্ব-১৮ আসরে। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট তারা। ডিসেম্বর পর্যন্ত মহিলা ফুটবলে আরো তিনটি আন্তর্জাতিক আসর।

 

সোজা ভাষায়, বাফুফের মূর্খতা ও মহিলা জাতীয় দলের ম্যাচ আয়োজনে ব্যর্থতায় র‌্যাংকিংয়ের বাইরে ছিটকে গেল বাংলাদেশ। বয়স ভিত্তিক প্রমিলা ফুটবল দলে জোড় দিতে গিয়ে জাতীয় দলের কথা বেমালুম ভুলে গেল বাফুফের হর্তা-কর্তারা। আজ তারই খেসারত দিতে হলো বাংলাদেশকে। ছেলেদের ফুটবলের মতো নারী ফুটবলকেও কি নষ্ট করবে বাফুফে?

 

 

 

ই-বার্তা / ডেস্ক