পাকিস্তানকে ৭১’এর মতো ভুল না করতে হুঁশিয়ারি দিয়েছেন রাজনাথ

ই-বার্তা ডেস্ক।।  পাকিস্তানকে ১৯৬৫ কিংবা ১৯৭১ সালের মতো যুদ্ধ জড়ানোর ভুল না করতে হুঁশিয়ারি জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।   

ভারতের পাটনায় রবিবার তিনি বলেন, ‘পাকিস্তান যেন ১৯৬৫ কিংবা ১৯৭১ সালের মতো যুদ্ধ করার ভুল আর না করে। কারণ, যত বারই যুদ্ধ হয়েছে, ভারতই জিতেছে।’

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেন, ‘যদি ফের তারা তা করে, তাহলে পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে তাদের ভাবতে হবে। বালোচ ও পশতুনদের মানবাধিকার লঙ্ঘন করছে তারা। এটা চলতে থাকলে কোনো শক্তি পাকিস্তানের ভাঙন আটকাতে পারবে না।’

তিনি আরও বলেন, পাকিস্তানকে ধ্বংস করতে ভারতকে কিছুই করতে হবে না। যেভাবে নিজেদের মাটিতে জঙ্গিদের মদদ দিচ্ছে তারা, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটাচ্ছে, সে সবই পাকিস্তানকে ধ্বংস করে দিবে। 

ইসলামাবাদকে চ্যালেঞ্জ জানিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘দেখি কত জঙ্গিকে ওরা ভারতে পাঠাতে পারে! একজনও ফিরে যাবে না।’  

গত ৫ আগস্ট ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় ভারত সরকার। এর পর থেকেই দু’দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু