পাকিস্তানি নারীর প্রেমের ফাঁদে ভারতীয় সেনা

ই-বার্তা ডেস্ক।।    পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) কাছে ভারতীয় সেনাবাহিনীর অনেক সংবেদনশীল ও গোপনীয় তথ্য পাচারের অভিযোগ এনে ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ানকে গত শুক্রবার রাজস্থান রাজ্যের জয়সলমির থেকে গ্রেপ্তার করা হয়েছে। তা–ও ফেসবুকে আইএসআইয়ের এক নারী গোয়েন্দার প্রেমের ফাঁদে পড়ে!

এ ধরনের গোয়েন্দাবৃত্তিকে ‘হানি-ট্র্যাপিং’ বলা হয়। আইএসআইয়ের নারী গোয়েন্দার হানি ট্র্যাপিংয়ের শিকার ওই জওয়ানের নাম সম্বির সিং (২২)। ২০১৬ সালে তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন। হরিয়ানা রাজ্যের এই বাসিন্দা সেপাই পদমর্যাদায় মোতায়েন ছিলেন পাকিস্তান সীমান্তের কাছে রাজস্থানের ট্যাংক রেজিমেন্টে।

রাজস্থান রাজ্যের বিশেষ শাখার (এসএসবির) এক কর্মকর্তা বলেন, সম্বিরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। সেনাবাহিনীর কী কী কৌশলগত তথ্য তিনি ফাঁস করেছেন, তা তদন্ত করে খুঁজে দেখা হচ্ছে।

ই-বার্তা/ মাহারুশ হাসান