পাকিস্তানের গাধা যাচ্ছে চীনে

ই-বার্তা ডেস্ক।।   পাকিস্তান থেকে গাধা আমদানির পরিকল্পনা হাতে নিয়েছে প্রতিবেশী দেশ চীন। এতে করে দুই দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং বিনিয়োগও বাড়াবে।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের গবাদিপশু বিভাগ জানিয়েছে, চীনের সহায়তায় তার দেশ গাধার খামার বিকশিত করবে। মূলত এতে পাকিস্তানে প্রথম কোনো গাধার খামার হতে যাচ্ছে।

জিও টিভির খবরে বলা হয়েছে, চীন সরকার ও সংশ্লিষ্ট কোম্পানিগুলোর মধ্যে চুক্ত সই হতে যাচ্ছে।

পাক কর্মকর্তারা বলেন, চীনের মতো দেশগুলো পাকিস্তানের গাধার খামারে কোটি কোটি ডলার বিনিয়োগে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে।

কাজেই এই খাত থেকে লাখ লাখ ডলার বৈদেশিক মুদ্রা অর্জনের পরিকল্পনা হাতে নিয়েছে ইসলামাবাদ। চীনের ঐতিহ্যবাহী ওষুধ তৈরিতে গাধার চামড়া ব্যবহার হয় বলে দেশটিতে এই পশুর দাম বেশ চড়া।

পাক কর্মকর্তারা বলেন, তাদের দেশে বাণিজ্যিকভাবে গাধা উৎপাদনে বেশ কয়েকটি বিদেশি কোম্পানি ৩০০ কোটি ডলার বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে।

জিও টিভি জানায়, পাকিস্তান পরবর্তী তিন বছরে চীনে ৮০ হাজার গাধা রফতানির পরিকল্পনা হাতে নিয়েছে।

ই-বার্তা/ শফিকুল ইসলাম