পাকিস্তানের পাঠানো ড্রোন ধ্বংসের দাবি করলো ভারত

ই-বার্তা ডেস্ক।।  সোমবার রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার সীমান্ত এলাকায় পাকিস্তানের পাঠানো একটি ড্রোনকে ভূপাতিত করে দেয়ার দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী।আনন্দবাজারের খবর অনুযায়ী, পাকিস্তানের গুপ্তচর সন্দেহে একজনকে গ্রেফতারও করা হয়েছে।

সোমবার ওই ড্রোন থেকে একটি বাড়িতে বোমা ফেলা হলেও সেটি বিস্ফোরিত হয়নি বলে স্থানীয়রা দাবি করেছে। তবে সেনা বা পুলিশের পক্ষ বোমা ফেলার বিষয়টি নিশ্চিত করা হয়নি।

শ্রীগঙ্গানগরের পুলিশকর্তা ইসমাইল খান বলেন, ‘স্থানীয় বাসিন্দারা ওই এলাকায় একটি বাড়ির ছাদের ওপর সন্দেহজনক কোনো যন্ত্র ভেঙে পড়ার খবর জানায়। সঙ্গে সঙ্গে সেনাবাহিনী এবং বিএসএফকে খবর দেওয়া হয়।’

উল্লেখ্য, ৪ মার্চ ভারতীয় বিমানবাহিনীর একটি সুখোই-৩০ যুদ্ধবিমান দেশটির উত্তরাঞ্চলীয় রাজস্থান রাজ্যের বিকানার শহরের কাছে পাকিস্তানি ড্রোনটি গুলি করে ভূপাতিত করে।

ই-বার্তা/ মাহারুশ হাসান