পাকিস্তানে চলন্ত ট্রেনে আগুন, নিহত ৬২

ই-বার্তা ডেস্ক।। পাকিস্তানের পাঞ্জাবের রহিম ইয়ার খান জেলার লিয়াকতপুর শহরের কাছে একটি ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে।

পাকিস্তানের রেল কর্মকর্তারা জানান, চলন্ত ট্রেনে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরিত হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিছু যাত্রী সকালের খাবার বানাচ্ছিলেন। তখনই সিলিন্ডার বিস্ফোরিত হয়। আগুন দুটি সুলভ ও একটি শোভন কামরার বগিতে ছড়িয়ে পড়ে। পরে তা আরও দুটি কোচে ছড়িয়ে পড়ে।

আহত লোকজনকে কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে এখনো উদ্ধার কার্যক্রম চলছে।

পাকিস্তানের জেলা উদ্ধারবাহিনীর প্রধান বাকির হুসেইন জিও নিউজকে জানান, আগুন লাগার পর অনেক যাত্রী বাঁচতে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন। এতে অনেকেই মারা যান।

রেলমন্ত্রী শেখ রাশিদ বলেছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। হতাহত লোকজনকে উদ্ধারে এবং আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি।