পাকিস্তানে সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে অর্থনৈতিক সহযোগিতা দিচ্ছে চীন

ই-বার্তা ডেস্ক।।  পাকিস্তানের গোয়াদারে পাকিস্তানে সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে অর্থনৈতিক সহযোগিতা দিচ্ছে চীন। নির্মিতব্য এ বিমানবন্দর উন্মুক্ত আকাশনীতিতে পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান শুক্রবার গোয়াদার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বলেন, গোয়াদার হবে পাকিস্তানের প্রবৃদ্ধির চালিকাশক্তি। বিমানবন্দরটি ২৫ কোটি ৬০ লাখ ডলারে তিন বছরে নির্মাণ করা হবে। এই প্রকল্পটি স্থানীয় জনসাধারণের জন্য কল্যাণকর হবে।

উল্লেখ্য, চীনের ঋণেই এ বিমানবন্দার নির্মাণের পরিকল্পনা করা হয়। ৪ হাজার ৩০০ একর জায়গার ওপর এটি নির্মিত হবে। ফলে এটিই হবে পাকিস্তানের বৃহত্তম বিমানবন্দর। এছাড়াও পাকিস্তানের রেললাইনের আধুনিকায়ন করে দিতে সম্মত হয়েছে চীন।

ই-বার্তা/ মাহারুশ হাসান