পাকিস্তান এখন কারাগারে পরিণত হয়েছেঃ নওয়াজ শরীফ

ই-বার্তা।। কারাবন্দি হওয়ার আগে ধারণকৃত আবেগঘন ওই অডিওতে মুমূর্ষু স্ত্রীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ এক অডিও বার্তায় বলেছেন, ‘পুরো পাকিস্তান এখন কারাগারে পরিণত হয়েছে। এখনই সময় বুক চিতে দাঁড়ানোর। কারাগারের লোহার শিকল ভাঙার।

 

এক আবেগঘন অডিও বার্তায় নওয়াজ বলেন, জেলে আসার আগে স্ত্রী কুলসুমকে খুব গুরুতর অবস্থায় ফেলে এসেছি। যতদিন জেলে আছি, আমি সবার কাছে অনুরোধ করব আমার স্ত্রীর জন্য দোয়া করবেন। নওয়াজকন্যা মরিয়মের একটি অডিও বার্তাও রোববার প্রকাশ পেয়েছে। সেখানে আগামী নির্বাচনে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন) দলকে বিজয়ী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান মরিয়ম। দুর্নীতি মামলার দায়ে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি রয়েছেন নওয়াজ ও মরিয়ম। তিনি বলেন, পুরো দেশই এখন একটি বড় কারাগারে পরিণত হয়েছে। এখনই সময় সাহস নিয়ে উঠে দাঁড়ানোর ও এই শৃঙ্খল ভেঙে ফেলার। অবৈধ এ কারাগার থেকে নিজেদের মুক্ত করার এখনই সময়।

 

মেয়ে মরিয়মের কথা উল্লেখ করে নওয়াজ বলেন, ‘আমার মেয়ে, সে পুরো জাতির মেয়ে। আজ সে কারাগারে বন্দি। জেলে ঢুকালেই জনগণ থেকে দূরে রাখা যায় না। কায়েদ-এ-আজমের পাকিস্তান দীর্ঘদিন ধরে নাটকের দেশ হয়ে আছে জানিয়ে পিএলএম-এন নেতা বলেন, ‘৭০ বছর ধরে চলা এই নোংরা খেলার হাত থেকে আমাদের বাঁচতে হবে। এ কারণে ‘জনরায়ের প্রতি শ্রদ্ধাবোধ জারি রাখুন’ কথাটিকে আমি স্লোগান বানিয়েছি। আপনারাও এই পতাকা তুলে ধরুন। ২৫ জুলাইয়ের নির্বাচনে বিশাল বিজয় উদযাপনের জন্য প্রস্তুত হন। এদিকে অডিও বার্তায় মরিয়ম সমর্থকদের আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি জেলে না থাকলে আপনাদের সবার সঙ্গে মাঠে থাকতাম। কিন্তু আমি এখন জেলে। তবু আপনাদের সঙ্গে প্রত্যেক মুহূর্তেই আছি।

 

সোমবার ইসলামাবাদের হাইকোর্টে এ আপিল করা হয়েছে। খবর ডনের। অভিযুক্তদের পক্ষে তাদের আইনজীবীরা পৃথক ৭টি আপিল করেন। এর মধ্যে তিনটি আপিল করা হয়েছে নওয়াজের পক্ষে। দুটি করে আপিল করা হয়েছে মরিয়ম ও সাফদারের পক্ষে।নির্বাচনে পিএমএল-এনের জয় হবে ঐতিহাসিক গণতন্ত্রের বিজয়। তিনি আরও বলেন, ‘আমি অপরাধ করিনি। তবুও আমি কারাগারে। কারণ আমি এক সাহসী বাবার সন্তান। সাহসী জাতির সাহসী বোন। তারা আমাকে নওয়াজ শরিফের দুর্বলতা হিসেবে দেখতে চায়। কিন্তু আমি তার শক্তির উৎস। হাইকোর্টে আপিল করলেন নওয়াজ মরিয়ম ও সাফদার : দুর্নীতির দায়ে কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, মেয়ে মরিয়ম নওয়াজ ও জামাতা ক্যাপ্টেন (অব.) সাফদার আওয়ান তাদের সাজার বিরুদ্ধে আপিল করেছেন।

 

 

ই-বার্তা/ডন/দ্য নিউজ