পাকিস্তান সীমান্তে ভারতের মহড়া

ই-বার্তা ডেস্ক।।    কাশ্মীর হামলার দু’দিন পর শনিবার রাজস্থানের পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকা পোখরানে  মহড়া চালাল ভারত।ভারতের বিমান বাহিনী ১৪০টি যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার নিয়ে শক্তিশালী এ সামরিক মহড়া চালিয়েছে তারা। 

রোববার এনডিটিভি জানায়, পাকিস্তানভিত্তিক সশস্ত্র সংগঠন জঈশ-ই-মোহাম্মদের ঘাঁটিতে পাল্টা হামলা চালানোর পরিকল্পনা হিসেবে মহড়া চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী। কাশ্মীরের পুলওয়ামায় গত বৃহস্পতিবারের হামলার দায় স্বীকার করেছে এ জঙ্গিগোষ্ঠী।

ভারতের বিমান বাহনীর প্রধান মার্শাল বীরেন্দ্র সিং ধনোয়া বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যে কোনো সময় উপযুক্ত জবাব দিতে প্রস্তুত বিমান বাহিনী। গোটা জাতিকে আশ্বাস দিয়ে বলতে চাই, ভারতীয় বিমান বাহিনী জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের ওপর যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত আছে।’ সামরিক এ মহড়ায় উপস্থিত ছিলেন সেনাবহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও ছিলেন ভারতীয় বিমান বাহিনীর সম্মানসূচক গ্রুপ ক্যাপ্টেন ও ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার।

ই-বার্তা/ মাহারুশ হাসান