পাকিস্তানের প্রস্তাব প্রত্যাখ্যান করলো অস্ট্রেলিয়া

ই-বার্তা ডেস্ক।।    বরাবর পাকিস্তানে সিরিজি আয়জন করতে চাইলেও প্রতিপক্ষের কাছ থেকে না শব্দ’টা শুনে যেন একপ্রকার অভ্যস্ত হয়ে উঠেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলো ক্রিকেট অস্ট্রেলিয়া।

মার্চে ভাড়া করা ভেন্যু আরব-আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওডিয়াই সিরিজ খেলার  কথা আছে পাকিস্তানের। সেই সিরিজের অন্তত দুটি ম্যাচ পাকিস্তানে খেলার জন্য অস্ট্রলিয়াকে প্রস্তাব দিয়েছিলো পিসিবি। তবে সেই প্রস্তাবে রাজি হয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বলেন, ‘আমরাও চাই আন্তর্জাতিক ক্রিকেট আবার পাকিস্তানে শুরু হোক। ক্রিকেট নিয়ে দেশটির মানুষের আবেগ তো আমরা বুঝি। তবে আমাদের খেলোয়াড় এবং দলের কর্মীদের নিরাপত্তা আমাদের এক নম্বর অগ্রাধিকার। এতে আমরা কোনো ছাড় দিতে রাজি নই।’

তিনি আরো বলেন ‘পাকিস্তানে সফর করার ব্যাপারে আমরা সরকারি নানা বাহিনী ও দপ্তরের পরামর্শ নিয়ে তারপর সিদ্ধান্ত নেব। এই পর্যায়ে আমরা আমাদের নির্ধারিত দ্বিপক্ষীয় সফরটি আরব আমিরাতের বাইরে খেলার ব্যাপারে ভাবছি না। তবে পরে কখনো সেই দেশে খেলার ব্যাপারে আমরা অবশ্যই চিন্তাভাবনা করে দেখব। জানুয়ারির শুরুতেই পিসিবিকে আমরা এই অবস্থানের কথা বলে দিয়েছি।’

ই-বার্তা/ মাহারুশ হাসান