পাক সেনার গুলিতে দুই ভারতীয় সেনাসহ নিহত ৩

ই-বার্তা ডেস্ক।।  পাকিস্তানি সেনাবাহিনীর গোলাবর্ষণে দুই ভারতীয় সেনা ও একজন বেসামরিক লোক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ভারতীয় সেনাসহ ৮ জন।  

জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলার তাংঘারে এই ঘটনা ঘটেছে। ভারতের পুলিশ রবিবার এই তথ্য জানায়। 

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরে লাইন অফ কন্ট্রোলে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক সেনাবাহিনী। পাক সেনা অতর্কিতে গুলি চালায়। যদিও গুলির পালটা জবাব দিয়েছে ভারতীয় সেনা। 

এছাড়া রবিবারের পাক সেনার হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে দুটি বাড়িও। একটি গুদাম ঘর সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

ভারতীয় সেনা সূত্র জানায়, হঠাৎ সীমান্ত লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাক সেনা। সেই সময়েই সীমান্ত কর্তব্যরত অবস্থায় পাক সেনার গুলিতে নিহত হন ভারতীয় দুই জওয়ান। যদিও সঙ্গে সঙ্গে গুলির পালটা জবাবও দেয় ভারতীয় সেনা। 

সংবাদ সংস্থা পিটিআই’র প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই মাসে ২৯৬ বার, আগস্টে ৩০৭ বার এবং সেপ্টেম্বরে ২৯২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু