পাখির ধাক্কায় ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত

ই- বার্তা ডেস্ক।। রাজস্থান রাজ্যের বিকানির শহরের কাছে মিগ-২১ নামে ভারতের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

শনিবার গোয়া শহরে ট্রেনিংয়ের সময় পাখির ধাক্কায় মিগ ২৯কে এয়ারক্র্যাফটের ইঞ্জিনে আগুন ধরে যায় বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। বলা হয়, এদিন ডাবোলিম এয়ারপোর্টের আইএনএস হানসা থেকে বিমানটি আকাশে ওড়ে। আগুন লাগার পরই বিমান থেকে ঝাঁপ দিয়ে নিজেকে রক্ষা করেন পাইলট ক্যাপ্টেন এম শেওখাণ্ড।

ভারতীয় নৌবাহিনীর এক মুখপাত্র এএনআইকে জানিয়েছেন, যুদ্ধবিমানটি গোয়া থেকে আকাশে ওড়ে। সেইসময় পাখির সঙ্গে সংঘর্ষ হয়। তারপর ডানদিকের ইঞ্জিনে আগুন লেগে যায়। গত কয়েক বছরে বেশ কয়েকবার ভেঙে পড়েছে দেশটির মিগ যুদ্ধবিমান। ৮৭২টি বিমানের মধ্যে অর্ধেকেরও বেশি হয়েছে নষ্ট। কমপক্ষে ১১০টি মিগ-২১ যুদ্ধবিমান ২০০৬ সালে মিগ-২১ বাইসনে আপগ্রেড করে ভারত। নভেম্বর পর্যন্ত চলতি বছরে এই ধরনের দুর্ঘটনায় ভারত মোট ১১টি এয়ারক্রাফট হারিয়েছে। এর মধ্যে শুধু মিগ নয়, রয়েছে মিরাজ-২০০০, মিগ-২৭, হক জেটও।