পাবনায় ১৪ তলা থেকে পরে ২ জন আহত

ই-বার্তা ডেস্ক।।  বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক প্রকল্পের গ্রিন সিটির নির্মাণাধীন ১৪ তলা ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত হয়েছেন।

ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুনহাট গ্রিন সিটির নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- কুড়িগ্রাম সদর উপজেলার ভেলাকুপা গ্রামের মোমেন আলীর ছেলে আল আমিন (২০) ও একই গ্রামের সাহাবুদ্দিনের ছেলে সাজু মিয়া (১৮)। তারা রূপপুর গ্রিন সিটির পদ্মা অ্যাসোসিয়েট লিমিটেডের নির্মাণ শ্রমিক। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।

শ্রমিক ও গ্রিন সিটির একাধিক সূত্র জানায়, দুপুরে গ্রিন সিটির নির্মাণাধীন একটি ২০ তলা ভবনের ১৪ তলা থেকে ওই দুই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় প্রথমে তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ই-বার্তা/ মাহারুশ হাসান