পাবনায় ৫ জনের যাবজ্জীবন

ই-বার্তা ডেস্ক।।   পাবনা সদর উপজেলার আতাইকুলায় সংঘটিত চাঞ্চল্যকর আবু সাইদ হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দেড় বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

এছাড়া অপর দুজনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতির দেয়া হয়। রায় ঘোষনার সময় দুজন আদালতে হাজির ছিলেন।

বুধবার দুপুরে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (১) এর বিচারক রুস্তম আলী এই রায় দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ১৩ এপ্রিল রাতে আতাইকুলা থানার কুমারগাড়ী গ্রামে আবু সাঈদকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করে তার বন্ধুরা। পরদিন নিহতের ভাই রবিউল বাদী হয়ে ৭ জনকে আসামি করে আতাইকুলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আতাইকুলা থানার তৎকালীন এসআই আখের আলী তদন্ত শেষে ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি ৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে পাবনার অতিরিক্ত জেলা ও দয়রা জজ আদালত (১) এর বিচারক রুস্তম আলী এ রায় ঘোষণা করেন।

ই-বার্তা/ মাহারুশ হাসান