পার্লামেন্টে আগাম নির্বাচনের প্রস্তাবে হেরে গেছে বরিস জনসন

ই-বার্তা ডেস্ক।।  ১২ ডিসেম্বরে আগাম নির্বাচনের প্রস্তাবের ওপর আয়োজিত ভোটে ব্রিটিশ পার্লামেন্টে হেরে গেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী জনসন। 

পার্লামেন্ট জনসনের প্রস্তাব অনুমোদন করলে যুক্তরাজ্য পরের মাসের ১ তারিখে, ১ ডিসেম্বরে কিংবা ১ জানুয়ারিতে ইইউ ত্যাগ করতে পারত।  ব্রিটেনের গণমাধ্যম মেট্রো জানিয়েছে, ১৩৫ ভোট কম পাওয়ায় জনসনের প্রস্তাব অনুমোদন হয়নি।  

এই ভোটের প্রস্তুতি নেওয়ার সময় সোমবার ব্রেক্সিটের জন্য তিন মাস সময় বাড়ানোর ঘোষণা দেয় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করতে ২০২০ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সময় পাচ্ছে যুক্তরাজ্য। 

কিন্তু জনসনের ইচ্ছা ছিল ৩১ অক্টোবরের ভেতরই ইইউ থেকে বেরিয়ে যাবেন। বিরোধীদের রাজি করাতে না পেরে আগাম নির্বাচনের বিল আনেন। এটি পাস হলে বিশেষ ক্ষমতা বলে তিনি ব্রেক্সিট বাস্তবায়ন করতে পারতেন।

প্রায় ৪০ বছর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থাকার পর ২০১৬ সালের জুনে একটি গণভোট আয়োজন করে যুক্তরাজ্য। অধিকাংশ ভোটার ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ভোট দেন। এই ভোটের পর সেখানকার রাজনীতিতে নিয়মিতভাবে হট্টগোল দেখা গেছে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু